>আমি একজন স্বামী হয়ে স্ত্রীর প্রতি যা আকুতি করি!!
আমি তোমার কাছে ফুলের মত ভালোবাসা চাইনা, যা সুন্দরতা দেখে তৈরি হবে আবার সুন্দরতা চলে গেলে ডাস্টবিনে ফিলে দিবে।
আমি তোমার কাছে কালোজিরার ন্যায় ভালোবাসা চাই,যা সুন্দরতা দেখে নয়, বরং গুণ দেখে তৈরি হবে এবং যতো তিক্ততাই হোক না কেন তুমি তা সেবন করবে।
আমি চাইনা তুমি আমাকে ডাকাতের মতো ভয় পাও,যে ভয়ে নেই কোনো ভালবাসা আছে শুধু ব্যথিত মনের তিব্র ঘৃণা।
আমি চাই তুমি আমাকে শিং মাছের মত ভয় পাও,যার বিষাক্ত শিং ভেঙ্গে তুমি তাকে সুস্বাদে আহার কর কিন্তু ভুলে যাও তার শিং ঢুকানোর ব্যথা।
আমি চাইনা তুমি ক্রিতদাসের মতো আমার সেবা কর,যে সেবায় আছে বাধ্যগত ও স্বার্থকতা, আছে কষ্ট ও ঘৃণা ভরা মনের অনিচ্ছা ।
আমি চাই তুমি মায়ের মতো সেবা কর আমার, যে সেবাই আছে শুধুই ভালবাসা, আছে অনিচ্ছা মনের বিরুধীতা ও স্বীয় কষ্টভোগের ছুরিতে বাধ্য ও স্বার্থের পরাজয়ঘটানো।