ঝুম-ঝুম-ঝুম বৃষ্টি পরে টিনের চালে ঔ
মা জননী সবার লাগি ভাজছে চুলায় খই।

আমি,বুবু ঘরে বসে চাউল ভাজা খাই
জানালা দিয়ে পরের বাড়ি বৃষ্টি পরা চাই।

বৃষ্টি যখন টিনের চালে নূপুর পায়ে নাচে
কাঁথা গায়ে ঘুম পারিতে অনেক মজা লাগে।

গরিবের টিনের চাল ছাদের চেয়েও দামি
এমন মজা পায়না তারা দালানবাড়ি থাকি।