*** শিশুদের পাঠ্যপুস্তকের জন্য লেখিত***
আজকের মোরা শিশুই হবো
ভবিষ্যতের জনক
এসো মানুষ হওয়ার কর্মে সবে
করি আজি শপথ।
সদা সত্য বলবো মোরা
মিথ্যা কভু বলবো না
সদা সত্যেই মুক্তি মিলে
মিথ্যার শুধু যন্ত্রণা।
মারামারি ঝগড়াঝাঁটি
কারো সাথে করবো না
এমন কর্মে শত্রু হবে
বন্ধু কভু মিলবে না।
কাউকে গালি দিব না
কটু কথাও বলবো না
অন্যের মুখে ছুঁড়লে গালি
পিতা-মাতার লাঞ্ছনা।
কারো কিছু না বলিয়া
কভু মোরা ধরবো না
চুরি র জিনিষ মিঠা হলেও
বিষে ভরা বেদানা।
আরো শপথ করছি মোরা
মিলেমিশে থাকবো
বড় কে সম্মান ছোট কে স্নেহ
সদা মোরা করবো।
লেখা পড়া করবো মোরা
আঁধারে আলো জালবো
শিক্ষা দিয়েই জাতি কে মোরা
শুধরে নিতে পারবো।
শরিয়তের আদেশ নিষেধ
সদা পালন করবো
সব কাজে তে পুণ্য পেতে
পরামর্শ মেনে চলবো।
পিতা-মাতার হক আ দায়ে
ক্রটি কভু করবো না
বাধ্য ছেলে হবো মোরা
দুঃখের কারণ বনবো না।
জানের চেয়েও বেশি মোরা
ওস্তাদ কে ভালবাসবো
ওস্তাদ কে মাথার তাজ বানিয়ে
হকের মশাল জালবো।
মোরা নম্র ভদ্র সত
ও শান্ত ছেলে বনবো
দেশকে ভালবাসবো মোরা
আইন কে শ্রদ্ধা করবো।
তারিখ-৩০/৮/২০১৮
সময়-৯:০০
স্থান- মোকাম তলা, বগুড়া।