সকলে জানে শিক্ষা জাতির মেরুদণ্ড,
এই কথার প্রমাণে দিতে হবেনা যুক্তির খণ্ড ৷

শিক্ষা ছাড়া কেউ পারবেনা চলতে পৃথিবীতে
তাইতো সকল জীব শিক্ষা গ্রহণ করে মায়ের কোলেতে ৷

প্রথম স্কুল আমার জনম দু:খিনী মায়ের কোল
মা দিয়েছে আমায় শিক্ষা দিয়েছে দোলনায় দোল ৷

মায়ের শিক্ষা পেয়েই আজ কঠিন পথ্ করেছি পার
সত্যি! মাই পারে দিতে শিক্ষিত এক জাতি উপহার ৷

শিক্ষার পাশা-পাশি প্রয়োজন মায়ের মতো এক শিক্ষক
যে শিক্ষা দিবে জাতির স্বার্থে হবেনা জীবনের ভক্ষক।

শিক্ষা মানে ডিগ্রী নয় নয় অনেক বড় হওয়া
শিক্ষা মানে জীবনকে সত পথে চালিয়ে যাওয়া ৷

যে কালো কাজ করে আবার বলে আমি  ছাত্র
সে মাত্র বই বহনকারি পারেনি হতে শিক্ষিত পাত্র ৷

শিক্ষা মানেই নয়তো পৃথিবীর সব শিক্ষা
ঐ শিক্ষাই করিব গ্রহণ যা সত পথের দীক্ষা ৷

শিক্ষার গুরু শিক্ষক আমার মাথার তাজ
তাঁরিই বদৌলতে হলাম জাতির কাছে সাজ ৷

তুমিই শিক্ষার জনক তোমায় সালাম হে গুরু
শ্রদ্ধা-সালাম করিব আমি দেহে রবে যতদিন বায়ু |