কতকারো জানাযা পড়লে তুমি
কতকারো পালকী টানলি তুমি
অনেকের কবর খুরলে তুমি
লাশ নামিয়ে লেটালে তুমি।
অন্যের মরণে কাঁদলে তুমি,
তোমার মরণেও কাঁদবে নবিন।
প্রস্তুত হও!
তোমার মরণও হবে একদিন।
তোমারি নাম
আজরাইলের খাতায় উঠবে যে দিন,
এক সেকেনও তুমি পবেনা সময়
বলতে প্রভু মোরে দাও জামিন।
থাকতে সময়
পাস করে নাও
অপরাধের যত আছে জামিন।
প্রস্তুত হও!
তোমার মরণও হবে একদিন।
তোমার রিযিক
পৃথিবীর বুকে কোথাও পাবেনা যে দিন,
একটি দানাও কেহ পাবেনা তোমার
বলবে ফেরেশতা ক্ষমা করে দিন।
থাকতে সময়
হালাল কামাও
হারাম দেহ হবেনা স্বাধীন।
প্রস্তুত হও!
তোমার মরণও হবে একদিন
দুনিয়ার ভিষা
শেষে মরণ বিমানে যাবে আপন দেশে,
ভেবে দেখ তোমার বন্দকী ঘর
পাবে নাকি তুমি আবার ফিরে!
থাকতে সময়
নেকি কামাও
নেকি ছাড়া পাবেনা জমিন।
প্রস্তুত হও!
তোমার মরণও হবে একদিন।