ইব্রাহিম নবী এক রাতে এক আজব স্বপ্ন দেখে
কলিজার টুকরা ইসমাইলকে যবায় দিচ্ছে নিজে।
স্বপ্ন এটি খোদার অহি বুঝিল নবিজী
আদেশ মানতে যবায় দিবেন পুত্র দরদী।
নবি মত জানতে স্বপ্নের কথা বললেন ছেলেকে
আমি স্বপ্নে দেখি দিচ্ছে যবায় বাবা তোমাকে।
ছেলে বলল
"বাবা! হুকুম যাহা হয়েছে প্রভুর তাই পালন করুন
প্রভু চাহে সবরকারিদের একজন আমায় পাবেন জানুন।
পিতা-পুত্র উভয়েই আনুগত্য প্রকাশ করল
ইসমাইলকে নিয়ে নবি মরুর পথে চলল।
ইসমাইলকে চলতে পথে শয়তান দিল ধোকা
পাথর মেরে দিল তারিয়ে নয়তো ছেলে বোকা।
বাবা-ছেলে উভয়েই যখন তৈরি যবায় দিতে
এমন সময় জিব্রাইল এলো বেহেশতি পশু নিয়ে।
ইসমাইলের বদলে পশু যবায় দিলেন নবি
পুত্র যবায় বিধান থেকে বাঁচলেন আদম-বনি।
বলল প্রভু রাজি আমি পাশ করেছো তুমি
স্বপ্নকে বাস্তব রূপে দেখিয়ে দিলে তুমি । ,
এমন সৃতি বিধান করে রেখে দিলাম আমি
করবে বান্দা পশু যবায় আমার নামে জানি।