মা! ওমা!! মাগো!!! কোথায় তুমি?
মা! ওমা!! তুমি কি শুনছো আমায়?
মা! তুমি কোথায় চলে গেছো আমায় একলা করে ?
আমি আর পারছিনা মা! নর হয়ে থাকতে পুরে ৷
মা! কোথায় তুমি? শুনছো কি আমায় ?
সে আমায় দেয়না শুতে, দেয়না খেতে, দেয়না পানি পিতে ৷
ক্ষুধা ও তৃষ্ণার যন্ত্রণায় আমি অধির মা! এসোনা মা! তুমি না আমায় খাইয়ে দিতে ?
সে আবদ্ধ করেছে আমার আবক্ষকে ৷ জানো মা!! সে একটুও অনুকূল্য করে না আমায় ৷ এক লহমাও সে উপদ্রবহীনতা দেয়না আমায় ৷
মা!!! ওমা! কোথায় তুমি? শুনছো কি আমায়?
জানো মা! সে কে? সে তোমার অনেক পরিচিত একজন,তোমার জীবনের অনেক কাছের এক আপনজন , যারে ছাড়া তোমার দিন চলতো না; সময় কাটতো না, যারে বুকে নিয়েই তুমি হেসেছো আজীবন ৷
সে আর কেউনা মা!! সে তেমার কষ্ট,হাঁ কষ্ট মা! সে এখন কষ্ট আমার ৷
মা! মাগো!!! কোথায় তুমি? শুনছো কি আমায়?
জানো মা! যে দিন তুমি চলে গেলে আমায় একলা করে,সে দিন তোমার রেখে যাওয়া সূখ-সান্তি ও ভালোবাসা পারেনি জয়ী হতে যুদ্ধ করে ৷
সে তার বদ্ধমূল শিকল দিয়ে বদ্ধ করে আমায় ৷
জানো মা! আমি কেঁদেছি, আকুতি-মিনতি করেছি অনেক, পটেনি মা! নিয়ে যায় তার ঘরে৷
মা!! ওমা!!! কোথায় তুমি? শুনছো কি আমায়?
তার কারণে আমার আত্মা অতিষ্ট হয়েছে ৷ মাগো! আমি এখন আত্মারাম খাঁচাছাড়া ৷
সে আমার শরিরের সবটুকু রক্ত শুষে নিয়েছে ৷ আমি আর পারছি না মা! পারছি না ৷ নিয়ে যাও আমায় , আমি যে একা মা! তুমি ছাড়া ৷
মা! ওমা! মাগো!! কোথায় তুমি? শুনছো কি আমায়?