তুমি তাকে খুঁজে নাও,
যে তোমাকে খুঁজতে গিয়ে নিজের পথ হারিয়ে ফেলেছে।
তুমি তার হাতে হাত রাখো,
যে সত ঝড় তুফান অপেক্ষা করেও তার দুটি হাত রেখেছে খুলে,তুমি তার হাতে হাত রাখবে বলে।
তুমি জীবনের গলপে তাকেই নায়ক বানাও,
যে সারাক্ষণ স্বপ্ন দেখে তুমি তার নায়িকা হবে।
তুমি হ্রদয়ের ছোট্ট ঘড়ে তাকেই ঠাঁই দাও,
যে মনের ঘরকে তোমার জন্যই সাজিয়ে রেখেছে।
তুমি তাকে নিয়ে ভাবো,
যার ভাবনাতে সারাক্ষণ তুমিই থাকো।
তুমি তাকে মনে রেখো জীবনের প্রতিটি ক্ষনে,
শত কষ্টের মাঝেও যার জীবনের প্রতিটি কাটায় তোমাকেই মনে পরে।
তুমি জীবনটাকে তার হাতে তুলে দাও,
যে নিজের নয়,তোমার জীবনের সুখ খোঁজে।
তুমি লাল পাপরির গোলাপ তাকে উপহার দাও,
যে হ্রদয়ের গহিনে রেখেছে যতনে,এমন একটি গোলাপ তোমাকে দিবে বলে।
তুমি তাকে ভালোবাসো,
যে তোমাকে ভালোবাসতে গিয়ে তার সব সুখ বিসর্জন দিয়ছে।
তবে মনে রেখো!
তুমিই হবে সফল এমন এক জন মানুষ কে পেয়ে।