পৃথিবীর কুটি-কুটি মানুষের ভিরে,
আমার দু"নয়ন শুধু খোঁজে তোমাকে।

আমার মনের দু"চোখ খুঁজে যারে দিবানিশি,
কোথায় লুকিয়ে তুমি আজ করে উদাসী?

যে আমার ভাবনা জুরে থাকে সারাক্ষণ,
আজৌ পারিনি তারে করতে আপনজন।

ভালবাসি যারে সেতো আমায় চিনে না,
তবে ভালবাসা কি কভু তার সঙ্গ পাবে না?

প্রিয়তা আজৌ কোথায় তুমি আছো লুকিয়ে?
একবার চোখে চোখ রেখে দেখনা,
কত ভালবাসে এমন তোমাকে!!