আমি পৃথিবীর দিকে তাকিয়ে,
মনে ভাবি।
কার গড়া নিখিল ভুবন,
আমি তারে খুঁজি।

কে সে জ.....ন? কে সে জ....ন?
আমি তারে...খুঁজি....।


         কে রচিল রবি...শশী...তারা অগনন,
         কে রচিল পাহা...র নদী...সাগরের কল্লোল?
         কার গড়া নিল আকাশ,
         কার গড়া সুবাতাস?
         আমি তারে... খুঁজি...!

        কে সে জ.....ন? কে সে জ....ন?
        আমি তারে...খুঁজি....!


কে রচিল গা...ছপালা...পাতা অগনন,
কে তিমির নিবিড় রাত্রিকালে আনে চাঁদের আগমন?
কার গড়া ফুল ও ফল,
কার গড়া বালুচর ?
আমি তারে... খুঁজি...!  

কে সে জ.....ন? কে সে জ....ন?
আমি তারে...খুঁজি....।