যে দিন তোমায় দেখেছি প্রথম,
দৃষ্টি মোর ছিলো গরম।
ছিলে তাকিয়ে নিচে তুমি,
লজ্জাশীলা দৃষ্টি ধ্যানি।
মোর সলাজ চোক্ষু দেখেছে স্বপন,
ভিত চঞ্চল বুকের কাপন।
মোর তন্ময় মন ভাবছে তখন,
কী বলব তোমায় এখন!
ছিলে ওরনা মাথায় সামনে বসে,
সাদা নকশা কাপর পরে।
তোমার সাজবিহিন প্রাঞ্চল রূপ,
যেন রক্তের উপর ভাসছে দুধ।
তোমার কুঙ্কুম ঠোঁট মন জগীষু,
নিখুদ সৃষ্টি করেছে বিভু।
তোমার আদুল বুকের ছোট্ট তিল,
কেরেছে নযর উদাসী দিল।
আমি ভিতু সাহসে বলেছি কথা,
শুধু 'জী' ছিল তোমার কথা।
তোমার কোমলতায় মুগ্ধ আমি,
তাই সঙ্গী হতে হয়েছি রাজি।