হ্যাঁ সত্যিই মানুষ এমনি !
কেউ যখন তার পাসে থাকে তখন সে বোঝেনা তার
হ্রদয়ের কথা। পড়তে পারেনা তার আবেগের  ছন্দ মালা। একটুও বোঝেনা তার দু'চোখ কী বলতে চাইছে। দেখেনা তার ভালোবাসার নীল আকাশে কী লেখা আছে। কত বার যে সে দু'হাত বাড়িয়ে কি চেয়েছে ! বোঝেনা কেউ বোঝেনা ! কিন্তু যখন সে হারিয়ে যায় তখন বুঝতে পারে এসব কিছু,কিন্তু তখন যে অনেক দেরি হয়ে গেছে। আফসোস করা ছাড়া আর কোন উপাই থাকেনা।

তাই বলি বন্ধু...........!


কারো মন না বুঝে ব্যাথা দিয়োনা,
হতে পারে সে মনে শুধু তোমারি ভালোবাসা আছে !

চোখ না দেখে বিষাক্ত আসিড ছুরো না,
হতে পারে তার দু'চোখ শুধু তোমারি লাগি ক্রন্দন করে !!

হাত না দেখে হাত ফেরে দেয়োনা,
হতে পারে তার হাতে একটি লাল গোলাপ আছে যা শুধু তোমাকে দিবে বলে প্রতি দিন স্বপ্ন দেখে !!

মনের জানালা খুলে তার আকাশ পানে না দেখে পর্দা ফেলে দিয়োনা,
হতে পারে তার আকাশে শুধু তোমার নামটাই
লেখা আছে !!

বাহ্যলক্ষণ দেখে কারো মনের বিচার করোনা,
হতে পারে সে তোমাকে মনের সুন্দরতা দেখে ভালোবেসেছে !!

ব্যক্তিগত সিদ্ধান্তের উপর কাউকে ' I Hate U ' বলোনা,
হতে পারে তার শত-সিদ্ধান্তের পর সে তোমাকেই 'I Love U'  বলেছে !!

কাউকে অবহেলার পাত্র বেনে ছুড়ে ফেলো না,
হতে পারে এ অবহেলাই তোমার জীবনের বিষাক্ত দিন হবে !!

কাউকে মিথ্যার বেড়াজালে ভুল বুঝে শত্রু ভেবোনা,
হতে পারে সেই তোমার প্রকৃত বন্ধু ছিলো,যাকে তুমি চিরতরে হারালে !!

সত্যটা যাচাই না করে কারো প্রতি অবিশ্বাসের তির ছুড়োনা,
হতে পারে এ তির তোমার শত বসরের তৈরি বিশ্বাসের মজবুত দেয়ালকে চূর্ণ-বিচূর্ণ করে ফেলবে !!

মানুষের মন নিয়ে খেলোনা। সে যে অসহায় ! একবার ভেঙ্গে গেলে পুনরায় সাজানো অনেক কঠিন
!! মনের ঘায়ের ঔষধ পাওয়া যায়না!!!