বিপদ এলে ধৈর্য ধর
পরনা ভেঙ্গে বৃথা
ধৈর্যের গাছ তিতা হলেও
ধৈর্যের ফল মিঠা।

কোরান পাকে আদেশ আছে
ধৈর্য ধর হে মুমিন    
খোদা তাদের সাথেই আছে
আসবেই তবে সুদিন।

ধৈর্যের উপমা কোরানে
গল্প আয়ুব নবীর    
কীটে দেহ পঁচে  গেয়েও
জারি জিহ্বায় জিকির।

মুহাম্মাদ সবার সেরা  
তবু কষ্ট নিজে সয়ে    
বালা-যুদ্ধে ধৈর্য-তীরে  
সে জয়ী মক্কার তরে।

বিপদ এলে ধৈর্য ধরে
হে!জায়নামাজে দারাও  
নামাজ পড়ে খোদার কাছে
কষ্ট তোমার জানাও।