জীবন পথের
পথিক মোরা,
একলা পথ
চলতে হয়,
পথের মাঝে...
অচেনা কাহারো সাথে
হয়ে যায় কখনো পরিচয়।
সেই পরিচয়ে
হয়েছি মোরা
মনের বন্ধনে বন্ধু।

ও বন্ধু আমার!
মনে রেখ তুমি,
তোমার বন্ধুর স্মৃতি গুলো ।

             হাতে হাত রেখে মোরা
             এক সাথে চলেছি,
             সুখে দুখে বন্ধুর
             পাশে মোরা রয়েছি।
             মারামারি দুষ্টামি
             কভু অভিমানী,
             পারবনা আমি কভু
             ভুলতে এ সবি।
             ও...
             নিয়তের লেখনে
             যদি জুদা হতে হয়,
             মনে রেখ এ আমারে
             ভুলনা কভু!

             ও বন্ধু আমার!
             মনে রেখ তুমি,
             তোমার বন্ধুর স্মৃতি গুলো ।

ওস্তাদের স্নেহ মায়া
ভালোবাসাতে,
প্রভুর দেয়া জ্ঞাণ
শিখেছি এ পথে।
খুব ছোট্ট ছিলাম আমি
তোমাদের মাঝে,
ভুল যদি করি কভু
ক্ষমা করো আমারে।
ও...
জীবনের তাগিদে
যদি দূরে যেতে হয়,
মনে রেখ এ আমারে
ভুলনা কভু!

ও বন্ধু আমার!
মনে রেখ তুমি,
তোমার বন্ধুর স্মৃতি গুলো ।

             চলার পথে যদি
             কভু হয় দেখা,
             ভালোবেসে বুকে তুমি
             টেনে নিয়ো মাথা।
             মরণের পরেও
             দেখা হবে জানি,
             দোয়া করি সবে জেনো
             হই মোরা জান্নাতি!
             ও...
             কর্মের তাগিদে
             যদি কোথা যেতে হয়,
             মনে রেখ এ আমারে
             ভুলনা কভু!

            ও বন্ধু আমার!
            মনে রেখ তুমি,
            তোমার বন্ধুর স্মৃতি গুলো ।