তোমায় আমি ভালোবাসি আনেকবেশি,
স্বার্থকতা নেই আমার;শুধু তোমাকেই চেয়েছি ৷

কি ভাবে বুঝাবো আমি;তোমায় কত ভালোবাসি,
এ যে আমার অপারগতা; তোমায় পারিনি বুঝাতে আমি ৷

আজ এ মন নিস্তব্ধ শুধু তোমারই লাগি,
দু'চোখ দেখে কী একটুও বোঝনা? তোমায়
কতটা ভালোবাসি ৷

আজ মুগ্ধ আমি বলে তোমায় ভালোবাসি,
সময়ের প্রতিটি কাটায় শুধু তোমাকেই ভাবি ৷

হ্রদয়ের হ্রদয়স্থল থেকে তোমায় অনুভব করি,
ভালোবাসার গভিরতা তোমায় পারবোনা
বোঝাতে আমি ৷

কাছে থেকেও আজ যেনো তুমি অনেক দূরে,
আমার অবুঝ ভালোবাসা শুধু তোমাকেই খোজে ৷

তবুও যদি না বোঝো আমার মনের কথা,
জেনে রেখো তাও বার্থ এমন শুধু
ভাববে তোমারই কথা ৷