সংগিত
____
দেশ-দেশ-দেশ আমার বংলাদেশ।
দেশ-দেশ-দেশ তোমার বাংলাদেশ।
দেশ-দেশ-দেশ সবার বাংলাদেশ।
দেশ-দেশ-দেশ সোনার বাংলাদেশ।
এসো বন্ধু বলি তোমায় আমার দেশের কথা,
নাম যে তার বাংলাদেশ গুণে মানে ভরা।
সবুজ শ্যামল রূপ যে তার সূর্যের আলো গায়,
যে দেখে সে পাগল হয়ে প্রেমে পরে যায়।
সে দেশেতে জন্ম নিয়ে ধন্য হয়েছি,
গর্ভিত-গর্ভিত আমি হয়ে বাংলাদেশী।
বাংলার বুকে থাই নিয়েছে কত নদীর শাখা,
পদ্মা মেঘনা যমুনা আরও তুরাগ বুড়িগঙ্গা।
দেখবে নদীর বুকে পাল তুলেছে কত নৌকা-মাঝি,
কতক বাংলা-সূরে ভাটিয়ারী গান গেয়ে যায় মাঝি।
সে দেশটাই আমার ওগো প্রিয় মাতৃভূমি,
ধন্য-ধন্য আমি হয়ে বাংলাদেশী।
ঝর্ণা দিয়ে সাজানো গো বাংলাদেশের পাহার,
আরও অনেক রয়েছে গো বাংলা রূপের বাহার।
ফুলে-ফলে সাজানো গো বাংলাদেশের বাগান,
তাইতো মৌমাছিরা দলে-দলে মধুর দেয় যোগান।
সে দেশের নাগরিক ওগো বাঙ্গালী আমি,
মুগ্ধ-মুগ্ধ আমি হয়ে বাংলাদেশী।
নানা রকম ফসল ফলে বাংলার মাটিতে,
সোনার ফসল পাট সুনাম কুরায় বাংলার বাহিরে।
মাছের রাণী ইলিশ ওগো বাংলা-নদীর পালা,
সাদে-ঘ্রাণে পাগল হয়ে খায় যে কত রাজা।
বাংলাদেশের মাটি ওগো সোনার চেয়ে খাটি,
ভাগ্যবান মানুষ আমি হয়ে বাংলাদেশী