ও বন্ধু আমার!
ও বন্ধু আমার!
এসো এসো,
হাতে হাত মিলাই।

এক হয়ে যাই
আমরা সবায়
চলবো এ দুনিয়াই
এসো এসো,
হাতে হাত মিলাই।

              এক নবীর উম্মত মোরা
              এক খোদার বান্দা মোরা
              মুসলিম ঘরে জন্ম নিয়ে
              মুসলিম ভাই হয়েছি মোরা।

              ভায়ে ভায়ে এক হয়ে
              চলো বাতিল করি বিদাই।
              এসো এসো,
              হাতে হাত মিলাই।

আদি পিতা মোদের আদম
জাতির পিতা মোদের ইব্রাহিম
রুহের পিতা মোদের মুহাম্মদ
ধর্মীয় নাম মোদের মুসলিম।

উম্মতী ভাই হয়ে মোরা
চলো সব বিদ্বেষ ভুলে যাই।
এসো এসো,
হাতে হাত মিলাই।

              আল-কোরান রাস্তা মোদের
              পথ দেখাবে আল-হাদীস
              সাহাবিদের ব্যখ্যা বিশ্লেষনে
              জীবনকে করবো খালিছ।

              আলিম ওলামার সন্নিবেশে
              চলবো মেরা এ দুনিয়াই।
              এসো এসো,
              হাতে হাত মিলাই।