আমি আমাকে চিনি,তাই হয়তো তোমাকে চিনতে পারিনি |

আমি আমাকে ভালোবাসি,তাই হয়তো তোমার মতো  তোমাকে ভালোবাসতে পারিনি ৷

আমি আমাকে বিশ্বাস করি,তাই হয়তো তোমার একটু অবিশ্বাস আমাকে তোমার প্রতি অবিশ্বাস শিখিয়েছে ৷

আমি আমার বাস্তবতা দেখি,তাই হয়তো তোমার অবাস্তব স্বপ্ন আমাকে জাগ্রত করেছে ৷

আমি আমার বাগিচার ছোট্ট টাইম ফুলকে অনেক ভালোবাসি,তাই হয়তো তোমাকে দামি গোলাপ দিতে পারিনি ৷

আমি আমার কষ্টের এক টাকাকে স্বর্ণের টুকরা মনে করি,তাই হয়তো তোমাকে রিক্সাকরে টাকা উড়িয়ে ঘুরতে পারিনি ৷

আমি আমার জীবনের এক সেকেন্টকে অনেক মূল্যবান মনে করি,তাই হয়তো তোমার সাথে পার্কে বসে আড্ডায় সময় নষ্ট করতে পারিনি ৷

আমি আমার জীবনকে অন্যের বিনিময় করতে চাইনি,তাই হয়তো এক ফোটা মেস্কাম্বরের ন্যায় ভালোবাসা পাইনি ৷

আমি আমার পিতা-মাতাকে আল্লাহ ও তাঁর নাবীর পর সব থেকে বেশি ভালবাসি,তাই হয়তো তাদের ছেড়ে তোমার হাত ধরে পালাতে  পারিনি ৷


হাঁ ! এই করণেই আজ তুমি আমাকে ছেড়ে চলে গেছো ৷ চিনতে ও বুঝতে পারোনি এই আমাকে ৷  মাফ করে দিয়ো আমায় ৷ ঘৃণার সাথে হলেও আমার জন্যে দোওয়া করিয়ো,যেন তোমার মত নয়;ঠিক আমার মত এক মিষ্টি মেয়ে আমার জীবনের গল্পে রাণী হয়ে আসে ৷