হ্যা আমি নেই বলে,,,
তুমি আজও বেঁচে আছো ৷

আমি নেই বলে,,,
তুমি সুখে আছো নতুন স্বপ্ন নিয়ে ৷

আমি নেই বলে,,,
তুমি নিশ্চিন্তাই বাসায় যেতে পারো ৷

আমি নেই বলে,,,
তুমি অন্যের হাত ধরে পার্কে ঘুরতে পারো ৷

আমি নেই বলে,,,
তোমাকে আর কষ্ট করে বলতে হয়না "I hate u" ৷

আমি নেই বলে,,,
তোমাকে আর গোলাপ ছিড়তে গিয়ে কাঁটার আগাত খেতে হয়না ৷

আমি নেই বলে,,,
তোমাকে আর খোজ নিতে হয় না যে,ছোট লোকের বচ্চা কলেজে আসছে?

আমি নেই বলে,,,
তোমার মিথ্যা অভিনয় করে আর আমায় অপমান করতে হয়না ৷

সত্যিই...আমি নেই বলে তুমি অনেক খুশি...
আর তুমি নেই বলে আজও আমি একাকি কাঁদি ৷