আমি কষ্ট হলেও অনেক দূরে সরে থাকবো,
তবুও কাহারো জীবন পথের কাঁটা হতে চাইনা।

দু:খের মাঝে হলেও অনেক সুখে থাকতে চাই,
তবুও কাউকে কষ্ট দিয়ে বেঁচে থাকতে চাইনা।

কাহারো নিকট বিশ্যাসি হতে না পারলেও,
কাহারো সাথে বিশ্যাস ঘাতগতা করতে চাইনা৷

মানুষের নিকট সন্মানিত হতে না পারলেও,
অসন্মানিত হবো এমন কোন কাজ করতে চাইনা ৷

জীবনে ভালো কিছু করতে না পারলেও,
অল্প কিছু খারাপ করে তার বোঝা জীবনভর বইতে চাইনা ৷

মনে অনেক স্বপ্ন বাসা বাধে,
কিন্তু অন্যের স্বপ্ন ভেঙ্গে নিজের স্বপ্ন সাজাতে চাইনা।

মানুষ হয়ে একটু উপকার করতে চাই,
কিন্তু তাতে বিনিময় নিয়ে অমানুষ হতে চাইনা ৷

আমি সবার প্রিয় বন্ধু হতে চাই,
কিন্তু স্বার্থের জন্য নিজের বন্ধুত্ব নষ্ট করতে চাইনা।