তোমায় বার-বার ভালোবাসতে চেয়েছে আমার স্বত্বা,
তুমি ঘৃণার ছুরিতে নির্মম ভাবে করেছো আমায় হত্যা।
আমি গোলাপের চারা তোমার হৃদয়ে রোপন করতে চেয়েছি,
আমি জানতাম না তোমার হ্রদয় সক্ত মাটির তৈরি।
আমি বৃষ্টি হয়ে তোমার হ্রদয়কে নরম করতে চেয়েছি,
তুমি দৃঢ় ছাদ হয়ে দাঁড়িয়ে আামায় প্রবেশ করতে দাওনি।
কতদিন আমি দাঁড়িয়ে ছিলাম তেমার চলার পথে,
তুমি এতটাই ঘৃণা কর আমায় পরেনি দৃষ্টি চোখে।
কত শব্দে বুঝাতে আমি চেয়েছি যে তোমায়,
তুমি পাগল ভেবে কর্ণপাত করনি আমার ভাষায়।
অনেক ঘৃণা শিখেয়েছে আমায় তোমার কঠোরতা,
তবু আজও আমার হ্রদয় তোমার চায় যে একাত্মতা।