আঁধার রাতে জোনাকিপোকার মিটিমিটি  আলোয়
গাছগুলো সব বিয়ের সাজে লাগে অনেক ভালোয়।

পূর্ণীমার আলোয় রাতের আঁধার শ্যামা বধু সাজে
রাত্রি-পোকার গানের আওয়াজ  কানে শুধু বাজে।

জংগলের ঐ গহিন থেকে শিয়াল মামা ডাকে
তারি তালে পুকুর জলে হোলা ব্যাঙ কাঁদে।

আঁধার রাতে তারার বুকে আকাশ হারিয়ে যায়
শিশিরজলে জমিন ভিজে বৃক্ষ পুষ্টি পায়।

মানবজাতি আলোতে বাঁচে আঁধারে ভয় পায়,
তাইতো সবে একটু আলোয় পথের দিশা পায়।