অতীতের সেই হিজল গাছ টির কথা মনে পড়ে যায়।
যেখানে বসে থাকতাম আমি তোমার অপেক্ষায়।

কত গান শুনিয়েছি হিজল গাছ টাকে।
বিনিময়ে পেয়েছি তার ছায়ার আড়ালে।

আজও অপেক্ষা করে গাছটির নিচে একা।
অপেক্ষা করে আমি পাব কি তোমার দেখা।

দুপুর গড়িয়ে বিকেল হয়, তুমি আসো না।
আজকি তুমি আমায় ভালোবাসো না বাসো না?

গাছটি ছিল যৌবনে কত ফুল ফুটত।
আজ গাছটি থাকলে জীবন যুদ্ধে হাটতো।

গান আজ শুনতে গাছটিতে পাখি বসে না।
কারণ গাছটির সৌন্দর্য বৃদ্ধি পায় না।

তুমিও কি সময়ের সাথে পাখি হয়ে গেলে? তোমায় শুধু মনে পড়ে একাকি নিরালে।

আজও অপেক্ষায় আমি হিজল গাছের নিচে।
কখন আসবে তুমি প্রতীক্ষার বিহনে