কবিতা,গান,গল্প ছিল হাসির উৎস মোর।
হারিয়ে গেল সময় আমার পাইনা সেই প্রহর।
খুঁজে পাই কবিতার আজ সার্থকতা।
পাই খুঁজে সাফল্যের দার,ব্যর্থতায়।
আজ পাখিরা গায় না গান,মোর কবিতায়।
ছন্দেকি কমতি ছিলো, বলেও যায় নাই।
আজ সেই ছন্দ আমার মনে মনে বাজে।
পাখিরা আজ অন্য গাছে নতুন সাজে সাজে।
একই কবিতা একই গান ভালো কিভাবে লাগে, যে পাখি যাযাবর কিভাবে সে তা বুঝবে।
ভালো লাগলে কবিতা আমার যাযাবর হয়ে।
ঘুরে যেও কবিতার রাজ্যে নতুন কবিতা পাবে।