তুমার প্রতি টান পড়েছে জানো?
তুমার বাহ্যিক সৌন্দর্যের প্রতি নয়,
কোনো পার্থিব ঐশ্বর্যের ও নয়,
কোনো শাব্দিক-অর্থ দাড় করানোর মত,
আক্ষরিক কোনো শব্দের ও নয়।
তবুও বেশ জোড়ালো টান অনুভব করি,
আমার প্রতি পদে,প্রতিটা মুহুর্তে
আমার বেঁচে থাকার প্রতিটা নিশ্বাসে
শুধু তুমাকেই অনুভব করি।
নিজেকে অসুস্থ মানসিকতার মনে হয়।
তুমাকে ভালোবাসার,তুমাকে কাছে পাওয়ার তীব্র বাসনা,আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে।
এই অসুখটাতে সুখ আছে জানো?
অপার্থিব এক সুখ যা কেবল-
একান্তই আমার অনুভবে বিরাজমান।
তুমার স্পর্শ, তুমার মায়াবী কন্ঠের অভাব বোধ করি,
প্রতিটি ন্যানো-সেকেন্ডে।
নিজেকে আজ অপরিপূর্ণ মনে হয়।
শুধু তুমার শুন্যতাই এর জন্যে দ্বায়ী।
তীব্র শীতে জর্জরিত পথশিশু যেমন একটুকরো গরম কাপড়ের অভাবে,
সামান্য টুকু সূর্যের উত্তাপের প্রত্যাশায় অধীর আগ্রহে আকাশের পানে তাকিয়ে থাকে।
আমিও তেমনি অপরিপূর্ণতার এই তীব্র অসুখে,
তোমাকে একটুখানি নিজের করে পাবার বুক ভরা দীর্ঘশ্বাসে,
আজন্ম অদৃষ্টের পানে তাকিয়ে।