বিপ্লবী ছাত্র আন্দোলন
     হাফিজুল্লাহ ভূঁইয়া

একটা কবিতা লেখার ইচ্ছা করেছি
আমি কবিতা লিখতে বসেছি রক্তাক্ত সড়কে
কি লিখবো আমি বিশ্বমানবতার কাঁদন শোনে
দেখছি সারা দেশে কলামিস্টের উপর চলছে
জুলুম নির্যাতন এবং নিপীড়ন আর হাহাকার।

চারদিকে দেখছি সন্তান হারা বিশ্বমাতার কাঁদন
সকাল সন্ধ্যা লোটে পরছে ছাত্র লাশ হয়ে যাওয়া বদন,
কেন তারা করছে কলম সৈনিকদের উপর নির্যাতন?

জেগে ওঠো বিপ্লবী ছাত্র রেহাই দেবেনা কারো
মারনাস্ত্র নিয়ে ঘরবাড়ি ছেড়ে প্রতিশোধ লইতে এসো,
দাঁড়িয়ে যাও বিপ্লবী তুমি রক্তস্নাত সড়কে
রক্ত খাওয়া শুকুন খামছে ধরছে পিছনে পিছনে।

আমাদের দাবি মানতে হবে এই স্বাধিন সার্বভৌমত্বে
চারদিকে দেখো ওঠছে শ্লোগান ১৮ই ৪ আগস্টে,
চেয়ে দেখো,বিপ্লবী ছাত্রের  মশাল জ্বলছে প্রতিবাদের।

কতবার প্রতিবাদ গড়ে তোলতাম এই মহা সড়কে?

দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ধ্বনি-প্রতিধ্বনি তোল
বিপ্লবী ছাত্র তুমি দাবির নিশান উড়িয়ে,দামামা বাজিয়ে মহা সড়কে নামো,
আমরা জয়ের প্রেম নিবেদন করছি হে মহা শক্তি
আজকেই মাঠে নামবো আমরা এক জলাশয়ে।

রাষ্টপ্রধান মেনে নিবে কি আমাদের এই সব দাবি?
কবিতার মাঝে নিজ মতামত প্রাধান্য বিস্তার,
অন্তিম মুহূর্তে বীপ্লবি ছাত্রদের উদ্দেশ্য আছে শতবার
আমরা-ই হলাম জাতিরজনক এই বিস্তৃত জমিনের।

একটি কবিতা লেখার ইচ্ছা করেছি
রাষ্টপ্রধান ও মন্ত্রীসভার প্রতি কলম চালিয়ে
কাজী নজরুলের মতো প্রতিবাদ গড়ে তোলতে চাই কলম সৈনিকে মাধ্যমে,
আমরা আজ-ই দাবি গ্রহণের প্রেম নিবেদন করছি।

সড়কে চাই নিস্তব্ধ নিরাপদ গুটি কয়েক যানবাহন
বিপ্লবী ছাত্র আমরা প্রতিবাদ গড়ে তোলি আমার মায়ের দেশে,
আমরা-ই দেশের তাজ, আমরা-ই প্রেমিক তার
নিরাপদ চাই মহা সড়কের দবি জানিয়ে নামছি আজ।

উৎসর্গঃ দেশ প্রেমিক ও জাতিরজনক বিপ্লবী ছাত্র আন্দোলন

তাঃ৪/৮/২০১৮ইংঃ
সকালঃ০৬:৫০ মিঃ
(৪৬)