মাঝে মাঝে মনে হয়-
এই বিষ্টি মাখা রাস্তার পাশে দাঁড়ানো; এতো আমি নই।
আমার বেশে অন্যকেউ আমাকেই করছে যাপিত। খুঁজেছি কতনা কোথায়।
দেখা মেলা! সেওকি এতটাই সহজ? জগতের এইতো সবচে দূরুহ কাজ। নিজেকে ফিরে পাওয়া।
সে এক লড়াই ছিল!
সোহরাব-রুস্তমের লড়াই কি তার ধারে কাছে যেতে পারে!
ইহজাগতিক সকল লেনাদেনা ভুলে
একদিন তোমারই হাত ধরতে চাই বিষ্টি স্নাত ভোরে। আমার সকল সঞ্চয় তোমার চরণে দিয়ে মুক্ত হব।
জানত, পুরুষ মানুষ যতই যাই বলুক না কেন;
তোমাদের চরণেই স্বর্বস্ব বিলোতেই তার যত আহ্লাদ।
আমি তোমার আঁচলের ছায়া তলেই আশ্রয় চাইছি দ্বিধাহীন।
আবার বিষ্টি নামুক আষাঢ়ের প্রথম সন্ধ্যায়।
নিজেকে বিষ্টি হতে বাঁচাবার অনর্থক সাধ নিয়ে
হাতে রাখবনা কোন ছাতার ঝামেলা।
তার বদলে জোড়া কদম নিয়ে স্থির কদমে
তোমার দরজায় অপেক্ষা করব।
নিজেকে ফিরে পাবার এই তো সুযোগ।
আমি জানি,
প্রেমিকার জন্য অপেক্ষায় পুরুষ শুদ্ধ হয়।