আমি প্রায়ই একটা স্বপ্ন দেখি,
তুমি রোজ সকালে শিশির ভেজা পথ মাড়িয়ে,
আমার হোস্টেল ঘরে আসবে!
আমি তোমার উপস্থিতি টের পেয়েও,
ঘুমুতে থাকব।
তুমি তোমার খোলা চুলের ডগায় আমায়
শিরশিরিয়ে দেবে,
আমি চমকে যাব, তারপর তোমার চোখের সমুদ্রে
ডুবে যাব টুপ করে।
মুখের সামনে ঝুলে পড়া চুল,
দেব আলতো সরিয়ে।
সময় গড়িয়ে যাবে- অত্যন্ত মন্থর
যেমন সিনেমায় দেখে থাকি।
হঠাতই তুমি ঝড়ের মতো আমায় ভাসিয়ে নিয়ে যাবে
প্রবল চুমোচ্ছ্বাসে,,,
চারপাশ অন্ধকার করে আসবে তোমার কালো চুলের অবাধ্যতায়,
আমি দুহাতে তোমায় পেচিয়ে নেব এনাকোন্ডার মত,
আমার নি:শ্বাস বন্ধ হবার শেষ মুহূর্তে ঝড় থামিয়ে
তুমি দেখবে, প্রণয়ের ধ্বংসোলীলা।
তারপর চলে যাবে।
আমি চোখ ডলতে ডলতে বলব, এমন স্বপ্ন ,কেন সত্যি হয়না?????