এইখানে জীবন অন্যরকম।
তোমরা এখানে এসোনা
দয়া করে নষ্ট কোরোনা আমার একান্ত নিভ্রিতচারণ
আমি বিষ্টির রাশি গলে এখানে এসে পৌঁছেছি।

যখন শহর ছেড়ে এলাম
একটি কুকুর আমার পেছন পেছন আসছিল,
ওর কালো শরীর থেকে ঠিকরে পড়ছিলো--
মুক্তোর ঝিলিক।
ওকে প্রতিদিন রুটি খাওয়াতাম আধখানা করে,
আর বাকি আধেক আমি।

এখানে পৌঁছে দেখি, ঝা চকচকে এক রঙ্গীন শহর!
এখানে বালিকাদের অকারণ অভিমান নেই,
আছে মিলনের অত্রিপ্ত উচ্ছ্বাস।


আমাকে তোমরা বিরক্ত কোরোনা একটুও
এখানে তোমাদের শহরের মত আলো নেই,
এখানে মোমের আলোয় যুবতীরা প্রেমিকের চিবুক ছোঁয়,
উন্মত্ততা করে উন্মাতাল উত্তুরে হাওয়ায়,
এখানে স্বর্গ রচনা হয় একান্ত মেহনে,
এখানে সবাই দেবীর সমতূল্য
তাদের চরণ ভরে ওঠে রক্ত জবায়, অহরহ।


তোমরা এখানে এসোনা,
আমি নিভ্রিতচারী আমার একান্ত আঙ্গীনায়।