একদিন আমিও শিখে যাবো
ছলনার সমস্ত কৌশল;
তোমার শরীরের নকশা ছুঁয়ে
পেরিয়ে যাবো মহাকাল। প্রিয়তম
২.
বলি, তুমি কাহার আশায় ও দুচোখে
এঁকেছো কাজল ওমন যত্নটি করে!
তোমার কাজল কাঠির ছোঁয়া লেগে
আমার প্রাসাদখানি পোড়ে।
৩.
সাইরেন বেজে যায়...
আমি তবু শুনিনা কারো আকুতি।
আমি হাত পাতিনা কারোর কাছে
প্রার্থনার ভাষা আমার জানা নাই।
৪.
আমি তাজমহল দেখিনি--
মুক্তোর দানার মত তোমার
একজোড়া চোখ দেখেছি।
৫.
হয়ত ঘেন্না করি, নয়ত বাসি ভালো
হোকনা তোমার গায়ের রং
ফর্সা কিংবা কালো।।