আমার একাকিত্বের সন্ধ্যে কাটে,
তোমার অপেক্ষায়।


বাতাস যেমন হুশ হুশ করে আমার
হ্রিদয় ভেদ করে চলে যায় আর
শ্যাওলা পড়া তোমাদের পুকুরের
পাড়ে বসে একমনে ছিপ
হাতে বসে থাকা কাদেরের
ছোট ভাইয়ের নিবদ্ধ চোখের
দ্রিষ্টির মত তোমার অপলক
চেয়ে থাকাগুলো আবার
কবে আমার প্রাণ
ফিরিয়ে দিয়ে ফুরফুরে বাতাসের
মত আমায়
ভাসিয়ে নিয়ে যাবে আলিঙ্গনের
একান্ত লীলাভূমে!


আমার অপেক্ষার একলা প্রহর কেবল
তোমাকেই মনে রাখে অবাধ্য
যৌবনের কোলাহলের
ভীড়ে আলতো চুম্বনে যেমন এখনও
আমার থিরিথিরি কাঁপে ঠোঁট ।


তেমনি মহাধ্বংসের আপেক্ষার মত
আমি বসে রই...