★ভোট★
মোঃ হাদিসুর রহমান

চতুর্দিকে বইছে দেখি
নির্বাচনি বাতাস।
এক জনেরি ফুটবে হাসি
বাকিরা সব হতাস।

সকলেরি আসা মনে
আসন খানি পাওয়ার।
অনুমতি আছে কেবল
একজনেরি যাওয়ার।

হন্য হয়ে প্রার্থিরা সব
ঘুরছে বাড়ি বাড়ি।
যতই লোকে মন্দ বলুক
দেইনা তবু ঝাড়ি।

অঙ্গিকার আর প্রতিস্রুতি
কম বেশি সব মারেন।
কেউ দিতে চাই রাস্তাকরে
কেউ দিতে চাই কারেন।

কেউ বলে ভাই বিচার সালিষ
এলাকাতেই হবে।
আমি থাকতে বিচার কেন
আদালতে যাবে।

সবার মুখে মিষ্টি ভাষা
বড় আসা মনে।
সময় কখন যাই ফুরিয়ে
কেবল যে দিন গোনে।

কেউবা ডাকে চাচা,খালু
কেউ বা ডাকে মামু।
আম জনতা ভাবছে বসে
কোন পথে আজ যামু।

আমি বলি শোনরে ভাই
এত ভাবনা কিসের।
সরকারকে বল আইন খানা
পাল্টিয়ে দিক দেশের।

প্রার্থিরা সব চেয়ার পেয়ে যাক
সেবা করুক দেশে।
জনগনের করুক সেবা
এক কাতারে মিশে।