মধ্যাহ্ন ভোজনে
বসে ছিলাম কজনে
মাদ্রাসার ঐ পার্কে।
হাসি খুশি তামাসা
চলে হর হামেসা
মেতে উঠি নানা তর্ক বিতর্কে।
চির দিন রবনা
তাই কেউ ভেবনা
স্বৃতি মোর খুজে নিও এই বাগানে।
লাগিয়েছি ফুল গাছ
সাজিয়েছি চার পাস
শ্রম দিয়েছি তার সতরুপ যোগানে।
মাঝে মাঝে ভাবি হায়
কেমনে ভুলিবো তোমায়
হৃদয়ে গেথে গেছে তোমার মায়া।
কভুতো যাবেনা ভোলা
এ গাঁয়ের চরন ধোলা
অম্র বৃক্ষ মাথায় ধরেছে ছায়া।
যানিনা আর কতদিন
এখানেই কাটাবো দিন
মন সুধু বারবার ছুটে যায় বাড়িতে।
যতই ভাবি হায়
দিন গুলি কেটে যায়
মায়ারি টানে আজ পারিনাকো ছাড়িতে।