রাগে রাগে ক্ষোভ হয়
ক্ষোভে হয় দন্দ।
রাগ করা ভালো নয়
রাগ সদা মন্দ।

রাগে জ্ঞান লোপ পায়
হিতা হিত থাকে না।
জ্ঞানী লোকে কভু মনে
রাগ ক্ষোব রাখে না।

রাগে হয় জিদাজিদি
শুরু হয় যুদ্ধ।
খুনোখুনি হলে পরে
কাপে দেশ শুদ্ধ।

এক ভুলে রাগ করে
সব গুন ভুলো না।
ক্ষমাকরা মহৎ গুন
যার নাই তুলনা।