কাচা বয়সের কচি এক মেয়ে
কোথাও না হয় নত।
শ্যামল বর্ণে সাস্তে মোটা,
দেখতে ড্রামের মতো।।
হরীণ টানা চক্ষু যুগল
ওস্ট গোলাপ কুড়ি।
ঝাকড়া মাথার কেশ গুলি তার
নাইকো যাহার জুড়ি।।
বিলাশ প্রিয়ো সেই মেয়েটি
বড়ই, আদুরে মেয়ে।
জন্মের পর হইছে বড়
আদর সোহাগ পেয়ে।।
বয়স তাহার যায়না মাপা
অধিক সাস্তের জন্য।
বাবা মায়ের আদরে তাই
পপির জীরন ধন্য।।
খানপুর গায়ের পূর্ব পাশে
সায়েড়ায় তাহার বাড়ি।
খানপুর গেল শিক্ষার লাগি
মা বাবার কোল ছাড়ি।।
রোজ সকালে যায়সে হেটে
অনেক খানি পথ।
এটাই তাহার কষ্ট কেবল
সবার অভিমত।।
যদিও ছাত্রী ষষ্ট শ্রেণীর
বয়স মনে হয় কুড়ি।
কেউবা ডাকে ড্রাম বলে
কেউবা বলে বুড়ি।
যে যাই বলুক পপির তাতে
কোন দুঃখ নাই।
হেটে যেতে পাঁচ কি: মি: পথ
বড়ই কষ্ট হয়।