অবসার
মোঃ হাদিসুর রহমান

জন দশেকে জটলা করে
ইউসুফ ভাইয়ের দোকানে
সারাদিনের কাজের শেসে
রাতের আড্ডা সেখানে।

কেউবা বসে খেলছে লুডু
কারো হাতে ফেজবুক।
কেউবা বসে হিসাব কশে
জীবনের সুখ-দুঃখ।

ছয় চার পাঞ্জা বলে
কেউবা মারে টান
সবার সামনে পৌছয়ে যায়
দোকানীর চা-পান।

অর্ডার ছাড়া পান-চা দিয়ে
বাধালো গরমিল।
সবার মনে ভাবনা জমে
কে দিবে তার বীল।

মেম্বার এসে তুললেন ছবি
তার মোবাইল ফোনে।
দোকানীর বীল করলো পরিশোধ
আনন্দিত মনে।

সবার মনে খুশির আমেজ
জমলো ভিষন তাই।
মাতলো সবে খেলার তালে
নাই ভাবনা নাই।

সারা দিনের কাজের শেষে
করছে সময় পার।
গরীবের দিন এভাবেই যায়
নাইকো অবসার।