নিন্দুক
মোঃ হাদিসুর রহমান
নিন্দুকেরি নিন্দায় আমি
নাপাই যেন কষ্ট।
কারন, তারি নিন্দায় আমার
পাপ হয়ে যায় নষ্ট।।
নিন্দুকের কাজ করছে নিন্দা
জিন্দা তাহার পাপ।
নিজের দোশ সে পায়না কভু
বড়ই পরিতাপ!
নিন্দুকে তো করবে নিন্দা
এটাই তাহার কাজ।
যতই তারে বকুক লোকে
নাইকো তাহার লাজ।
ভাবটা তাহার ভিষন জ্ঞানী
সব কাজে সে দক্ষ।
সবিতো তার ফাকা বুলি
ক্ষমতাটাই লক্ষ।
দারে দারে করবে নিন্দা
এটাই বুঝি কাজতারি।
যুক্তি দিয়ে করবে চেষ্টা
কর্তা লোকের কান ভারি।
সবার কাছে দোহায় আমার
নিন্দুক থেকে রও দুরে।
যুক্তি দেখে পাগল না হও
পাগল না হও তার সুরে।