করিবে বরণ
মোঃ হাদিসুর রহমান
দাওয়াত দিলাম আমার গাঁয়ে
দেখতে এসো ভাই।
আমার গাঁয়ের রুপযে কত
আগে দেখো নাই।
আকা বাকা মেঠো পথের
পাসেই সবুজ বন।
মন চাহিলেই ঘুরে ঘুরে
দেখবে সারাক্ষন।
ধান কাওনের মাঠ ঘিরে সব
করছে মাছের ছাষ।
নানান জাতের সবজির আবাদ
করছে বার মাস।
মাচায় ঝুলে সোনার ফসল
নিচে ভাসে মাছ
ফসল শেষে দেখবে সেথা
সবুজ ধানের গাছ।
আমার গাঁয়ের চতুর্দিকে
বয়ে গেছে খাল
দেখলে তোমার হবে মনে
এ কোন মায়ার জাল
আমার গাঁয়ের চাষি যারা
উদার তাদের মন।
হাসি মাখা মুখে তোমায়
করিবে বরণ।