আয় ভোলামন হিলের দেশে
দেখনা ঘুরে জৈষ্ট মাসে।
টাটকা ফলের ঘ্রানটা শুখে
দে টপাটপ্ ফেলবি মুখে।
আম লিচু আর কাঠাল ফল
খাইলে পাবি দেহের বল।
আনারশের মধুর রশে
মন কাড়িবে হিলের দেশে।
মাল্টা কমলা জাম্বুরা
খেয়ে তোদের মন ভরা।
আর দেরি নয় আয়না চলে
মনকাড়িবে নানান ফলে।
ঘুরে ফিরে দেখবি শুধু
কিন্তে পাবি টাটকা মধু।
হিলের সে দেশ খাগড়াছড়ি
আয়রে ছুটে তাড়া তাড়ি।
আর দেরি নয় ছুটে আয়
আমার কথা মিথ্যে নয়।