বিবাহের আগের মনোভাবটা আমার যেমন ছিলো।
একলা চলার পন
মোঃ হাদিসুর রহমান
আজি একলা চলার
পন কোরেছি
জীবন ঘুর্ণিপাকে ।
আপন যারা পর হল সব
ডাকবো এবার কাকে ।
দুঃখের সাগর পাড়ি দিব
নাইকো সেথা তরী।
মরন খেয়ায় বান ডেকেছে
এখন কিজে করি।
প্রজাপতির পাখনা মেলে
উড়ছে আপন মনে।
ধুসর মেঘের ঐ আকাসে
উড়বো তাহার সনে।
গভির রাতে আপরন মনে
বলব কথ প্রভুর সনে।
আসছি একা একলা যাবো
একলা সর্বক্ষনে।
প্রেম করিব ফুলের সনে
দিবে মোরে ঘ্রান।
হাওয়ার সনে গাইবোরে গান
যুড়িয়ে দিবে প্রান।
মনের মানুষ কষ্ট দিবে
বাড়িয়ে দিবে যালা।
ফুলের সাথে সখ্য গড়ে
কাটিয়ে দিব বেলা ।
উতাল হাওয়ায় একলা বসে
গাইবো সুখের গান ।
গোমড়া মুখে থাকলে বসে
কে ভাঙ্গাবে মান।
হৃদয় মাঝে পুসবো নাকো
ভালো বাসার দোলা।
তুলবো নাকো সেই ঝংকার
কষ্ট যাকে ভোলা।
মনের মাঝে এমন মানুষ
দিবনাকো ঠাই।
বিরহ যালা হৃদয় মাঝে
পুষে রাখা দায় ।
ফুলের সনে পাখির সনে
সখ্য গড়িবো ।
তাদের নিয়ে মনের মতন
কাব্য গড়িব ।
জীবন শুরু একা একা
জীবন নাসেও একা।
মধ্য খানে কারো সাথে
নাইবা করলাম দেখা।