ক্যামনে সবার মন করিব জয়?
মনতো সবার একি রকম নয়।
দোষ না করেও হইযে দুষি
কেমনে মন করব খুশি
সত্য মিথ্যা না যাচিয়া
কান কথা যে লয়।
ক্যামনে সবার মন করিব জয়?
মনতো সবার একি রকম নয়।।
যার কারনে আমরা লড়ি
সে যদি দেয় উল্টা ঝাড়ি
সে দুঃখ কি মনেরকোনে
চেপে রাখা যায়।
ক্যামনে সবার মন করিব জয়?
মনতো সবার একি রকম নয়।।
চোর সরিলে বুদ্ধি বাড়ে
দুর্বলেকে রাগটা ঝাড়ে
বাস্ববতা দেখছি আজি
গোটা জগৎ ময়।
ক্যামনে সবার মন করিব জয়?
মনতো সবার একি রকম নয়।।
কান পড়াতে পটু যারা
দেখতে বড়ই সাধু তারা
যুক্তি তাদের কারখানাতে
সদাই তৈরি হয়।
ক্যামনে সবার মন করিব জয়?
মনতো সবার একি রকম নয়।।
নিজে নিজে ভুল বুঝে
বেড়ায় যদি দোষ খুজে
সত্যিকারের দুষি না হলে
কার কি আসে যায়।
ক্যামনে সবার মন করিব জয়?
মনতো সবার একি রকম নয়।।
ঠুনকো একটা ছুতো পেলে
অতিতের সব যায়যে ভুলে
নানান দোষে দুষি করে
জনে জনে কয়।
ক্যামনে সবার মন করিব জয়?
মনতো সবার একি রকম নয়।।
বড় সত্য এই জগতে
দুর্বলেকে চায় ঠকাতে
নানান দোষে দুষি তাদের
তৈরী করা হয়।
ক্যামনে সবার মন করিব জয়?
মনতো সবার একি রকম নয়।।
মনের কষ্ট রয়না মনে
বেজে উঠে ক্ষণে ক্ষণে
তাইতো বলি কষ্টগুলি
যদি হালকা হয়।
ক্যামনে সবার মন করিব জয়?
মনতো সবার একি রকম নয়।।