♦আমার জন্মভূমি♦
মোঃ হাদিসুর রহমান
আমার জন্মভূমি ধন্য তুমি
রহমতে ভরপুর।
সকল গায়ের সেরা তুমি
নামটি যে খানপুর।
তোমার মাঝে বয়ে গেছে
একটি ছোট নদী।
স্মৃতির পাতায় যাহা আজো
ভাসছে নিরবোধী।
তোমার বুকে হইছি বড়
খেলছি কত খেলা।
স্মৃতির পাতায় যাহা আজ
ভাসছে সারা বেলা।
শৈসব কৈশর বাল্য জীবন
কাটছে তোমার মাঝে।
তোমার স্মৃতি উঠলে মনে
মন বসেনা কাজে।
তোমার বুকের ঐ নদীতে
ভাসিয়ে কলার ভেলা।
জাল মারাতে মাছ ধরাতে
কাটিয়ে দিতাম বেলা।
তোমার বুকের মেঠো পথে
বর্ষাকালের দিনে।
বিদ্যালয়ে যেতাম মোরা
কাঁদা মাটি ছেনে।
আজকে কেবল স্মৃতির পাতায়
ভাসছে তোমার ছবি।
কিশোর বেলার সেই স্মৃতি
পড়ছে মনে সবি।
তোমায় নিয়ে নিত্য কত
সপ্ন দেখি আমি।
এই হৃদয়ে স্রেষ্ট তুমি
তুমি অনেক দামি।