এইচ এত মোমেন ভূঁইয়া ১২ নভেম্বর ২০০০ সালে নেত্রকোণা জেলার অন্তর্গত কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের গগডা গ্রামের ভাঙ্গাপাড়ায় মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মো.হাদিস উদ্দিন ভূঁইয়া একজন প্রাইমারি স্কুল প্রধান শিক্ষক। মাতা হোসনে আরা হাদিস গৃহিণী।
এইচ এম মোমেন ভূঁইয়া ২০১০ সালে দক্ষিণ গগডা হাজী এ মালেক সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি পরীক্ষায় ১ম স্থান অর্জন করে গগডা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেনীতে ভর্তি হন। কেন্দুয়া ঐতিহ্যবাহী প্রাইভেট প্রতিষ্ঠান জমিলা মেমোরিয়াল বিদ্যানিকতনে সপ্তম থেকে অষ্টম শ্রেণীর একাডেমিক পড়ালেখা করে ২০১৩ সালে আশুজিয়া জে.এন.সি. শিক্ষা প্রতিষ্ঠান থেকে জেএসসি পরীক্ষায় জিপিএ ৫ পান। তিনি এসএসসি পরীক্ষায়ওও ভাল রেজাল্ট করে। তিনি কথাসাহিত্যিক ড.হুমায়ূন আহমেদ স্মৃতি সংগঠনের প্রতিষ্ঠাতা। তাঁর আজব ছড়া নামে একটি বই প্রকাশিত (২০১৬) হয়েছে।