জীবনের গাছে পুরনো ডানার পাখি,
কামড় বসায় জল-কুমিরের দাঁত
মগজে আহত প্রিয় গোলাপের ঘ্রাণ
হরিণের গলে নগ্ন নীরব হাত।
.
স্মৃতিতে ঘুমোয় তোমার বেগুনি শাড়ী,
মনের পেপারে হারানো শিশুর মুখ,
সকল শহরে ঘৃণ্য নিযুত পোকা,
আলপিনে গাঁথা দিঘির মতোন চোখ।
.
স্বপ্নের রঙে সুন্দর পাথরের
দেয়ালে ঝুলছে ঠোঁটে হাসি সুখী ছবি,
ভীরু খরগোশ ঝোপের আড়ালে কাঁপে,
কবিতা কাঁদছে - সফেদ কাফনে কবি।
.
গোপন ল্যাপার্ড লাফিয়ে নামছে ঘাড়ে,
প্রজাপতি ওড়ে, গিরগিটি-জিভ-সাধ।
মাথার উপরে আকাশ দারুণ নীল,
কবরের পাড়ে গহীন ভুতুড়ে চাঁদ।
কবরের পাড়ে গহীন ভুতুড়ে চাঁদ!