কবিতার নরোম চেয়ারে বসে বসে
দেয়ালে ঝোলানো ক্যালেন্ডারে
দিন গুনতেছিলাম।
ঘন্টায় ষাট মিনিট বেগে
কবরের মসৃণ মেঝেতে হাঁটতেছি
আর
জানালার "রুপোলী রোদ" খুঁজতেছি
ডিভাইস এর পিছলা ডিসপ্লেতে!
বিড়ালের মতো গোপন সংগমেও
চাদরে বীর্যের দাগ!
কুকুরের কথা না হয় বাদই থাক!
সাধে কি আর মানুষ "কুত্তা" বলে?
কুত্তীও কম বলেনা!
অথচ প্রথম সেকেন্ডেই
লোভনীয় বিস্কুটের সাজানো ফাঁদ পেতে রেখেছে
নির্ধারিত শীতল বরোফ!
আর আমরা?
না কলম খুঁজতেছি না লেখক!
হায়রে গর্দভ ইঁদুর!
সমস্ত নাসিকা জুড়ে কেবলই বিস্কুটের ঘ্রাণ?