এখানে তোমার চোখ ছুঁয়ে দেয়া অপরাধ!
এখানে তোমার ঠোঁটে ঠোঁট রাখা পাপ!
এইখানে ভালবাসা কেবলই দুর্গন্ধ ছড়ায়!
আমাদের চাই
আলাদা রকম এক কোমল শহর!
আমরা দু'জন বন্দী হব
আলাদা রকম এক প্রেমের শেকলে!
আমরা ঘুমিয়ে রবো
-একীভূত দুটো মুক্তার মতোন-
আলাদা রকম এক ঝিনুক-খোলসে!
পবিত্র মাকড়সার মতো
- আমরা দু'জন প্রেমের বাবুই -
সোনার সুতোয় বুনে নেব ঘর!
তোমার ডাগর চোখে নিবিড় তাকিয়ে রবো
- যেন প্রণয়ের শেষ দিন -
লাল ঠোঁটে এঁকে দেবো পৃথিবীর দীর্ঘতম চুমু!
এখানে তোমার চোখ ছুঁয়ে দেয়া অপরাধ!
এখানে তোমার ঠোঁটে ঠোঁট রাখা পাপ!
এইখানে ভালবাসা কেবলই দুর্গন্ধ ছড়ায়!
আমাদের চাই
বাগানের মতো
আলাদা রকম এক ফুলের পৃথিবী
- যেখানে ভালবাসা কেবলই খুশবো ছড়ায় -
সেখানেই রবো চিরদিন;
তুমি, আমি, আমরা দু'জন!