যখন সন্ধ্যা নামে প্রিয় শহরে -
কেমন লালচে দেখায় ঘরবাড়ি,
কেমন লালচে দেখায় নরনারী আর শিশুদের বুকফাটা কান্নার় পথঘাট!
যখন সন্ধ্যা নামে প্রিয় শহরে -
দু'পাশে বিষণ্ণ গাছপালা;
বুকপকেটে পাথরের কবিতা নিয়ে বয়ে চলে আহত শরীর!
যখন সন্ধ্যা নামে প্রিয় শহরে -
সারাদিন হৈহুল্লোড় করে ক্লান্ত কিশোর,
ভাঙা পুতুল হাতে বসে থাকে নিষ্প্রাণ বালিকা!
যখন সন্ধ্যা নামে প্রিয় শহরে -
ডুকরে ওঠে ধোঁয়াটে আকাশ শুনে মোয়াজ্জিনের আযান - ধ্রুপদী করুণ!
যখন সন্ধ্যা নামে প্রিয় শহরে -
দূর দিগন্তের আড়ালে কে বাজায় দুখী ভায়োলিন!