হে মহাজীবন,
একদা তুমি ছিলে ফসলের সোনালী উল্লাস, গ্যালারীর বিপুল আনন্দধ্বনি!
একদা তুমি ছিলে উচ্ছ্বসিত লাউডগা, ঝিলিমিলি কর্ণফুলী - ঠান্ডা মাটির কলস!
একদা তুমি ছিলে বাবুই পাখির বাসা,পোয়াতি লাজুক বউ!
হে মহাজীবন,
তোমাকে চেয়েছি পেতে সগৌরবে প্রেমিকের দীপ্র উচ্চারণে, প্রখর চৈতন্যে!
তোমাকে চেয়েছি পেতে শিল্পীর তুলিতে, গায়কের গানে, কবির কবিতায়।
তোমাকে চেয়েছি পেতে রৌদ্রঝলসিত পথে,মিছিলে মিছিলে।
হে মহাজীবন,
আজ তুমি বেদনা-বিহ্বল মেঘমালা, প্রেমিকের দীর্ঘশ্বাস মেশা ভাটিয়ালি সুর!
আজ তুমি বিস্মৃতির অন্ধকার গুহায় শুধু এক রক্তচোষা শিকারি বাদুড়!
আজ তুমি শুধু কচুপাতা!