সোনার মুকুরে অবাক নয়নে দেখি
সিরামিক কাপে বিনয়ী পিঁপড়ে হাঁটে,
কুকুরের জিভ চাটে মাংসল হাড়!
বেচেঁ থাকা শুধু মৃত অচেতন কাঠে!
অজানার পথে "জানা"ই চোখের ছানি,
দেখছিনা "ইগো,যুক্তি-অন্ধ দল"
বিপরীত মেশে অবচেতনার বোধে,
অগ্নিতে নেভে কামনার ঘোলা জল!
আবেগ এনেছে গাণিতিক কারিগর,
বিজ্ঞানে থাকে বেঁচে থাকবার আশা;
মগজের কোষে প্রণয়ের শা'জাহান,
বাবুই বেঁধেছে গৃহহীন ভালবাসা!
"সোনার-মুকুর-ইতিহাস"গেছি জেনে
রক্তের রঙ নীল বলে কিছু নাই
বারবার তাই সাহসী-তসবি জপে
পষ্ট-আলোর পদধূলি যদি পাই!
সুতোয় বেঁধেছি প্রবল পাহাড় জোরে
হেঁটে চলে যায় গোলাপের গাঢ় ঘ্রাণ
নিরেট পাথরে আকাশের নীল দেখে
মাছের হৃদয়ে সাগরের ছোট প্রাণ!
মাছের হৃদয়ে সাগরের ছোট প্রাণ!!