কতোটা আর রক্ত ঝরবে বল?
যখন কষ্টের পাথরে ভরে গেছে দুরুহ পাহাড়!
নিমেষেই মুছে যাবে যদি আকাঙ্ক্ষার বাঁকা রংধনু!
কেন সম্ভাবনার সমুদ্র-স্বপ্নে ছুটে আসে নদী!
কেন দিগন্তের পায়ে পড়ে ধ্রুপদী বকুল!
কতোটা আর রক্ত ঝরবে বল?
যখন কষ্টের পাথরে ভরে গেছে দুরুহ পাহাড়!